ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ব্রিজ ভেঙে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মাগুরা-যশোর সড়কের সীমাখালি ফুটকি নদীর ব্রিজ ভেঙে তিনটি মাছ বোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে। এর ফলে ঢাকার সঙ্গে খুলনা বিভাগের অধিকাংশ জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ব্রিজের দুপাশে শতশত গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে ৩টি ওভারলোডেড মাছবাঝোই ট্রাক একসঙ্গে ওই ব্রিজের উপরে উঠলে ভারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, মাগুরার ভায়না মোড় এলাকা থেকে কিছু অসাধু পুলিশ সার্জেন্টের অনৈতিক কর্মকাণ্ডের ফলে ওভারলোডেড গাড়ি এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। ফলে রাস্তা ও সেতুসহ সরকারি সম্পদ নষ্ট হয় প্রতিনিয়তই।

এ বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জাগো নিউজকে জানান, মাগুরায় গাড়ি ওজন করার কোনো মেশিন না থাকায় অনেক সময় সার্জেন্টরা ভুল করে থাকেন।

আরাফাত হোসেন/এফএ/এমএস