ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাথায় গাছের গুঁড়ি পড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মাদারীপুরের কালকিনিতে মাথার ওপর গাছের গুঁড়ি পড়ে মো. শান্ত (৮) ও তৌহিদ (১২) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা মাদারীপুরের কাজিরটেক এলাকার  ফারুক বেপারীর ছেলে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় নুরুজ্জামান শেখ ও মফিজুল ইসলাম নামের দুই গাছ কাটা শ্রমিককে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শান্ত ও তৌহিদ দুই ভাই তাদের মায়ের সঙ্গে নানা মোতালেব বেপারীর বাড়ি পৌর এলাকার  পশ্চিম শিকারমঙ্গল গ্রামে দুই দিন আগে বেড়াতে আসে। শান্ত ও তৌহিদ বাড়ির পাশেই খেলছিল। এ সময় রায়হান বেপারীর বিক্রি করা গাছ কাটছিল শ্রমিকেরা। হঠাৎ গাছটি শিশুদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়।

অপর ভাই তৌহিদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মফিজুল ও নুরুজ্জামান নামে দুইজনকে আটক করে।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় মফিজুল ও নুরুজ্জামান নামে দুই গাছকাটা শ্রমিককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর