ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে বসন্তবরণ ও পুষ্প প্রদর্শনী

প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বসন্তবরণ, পিঠা উৎসব ও পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে সোমবার বিকেলে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন।

Tangail

প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা ও পুষ্পের প্রদর্শন করা হয়েছে। এসময় স্টলগুলোর সামনে বাংলার সাজে সজ্জিত হয়ে সঙ্গীত পরিবেশন ও রং খেলার আয়োজন করা হয়। বসন্তবরণ পিঠা উৎসব ও পুষ্প প্রদর্শনীতে শত শত তরুণ তরুণী বিভিন্ন বয়সের নর-নারীর ঢল নামে। এ নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/জেআইএম