ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে বাস উল্টে নারীসহ নিহত ২ : আহত ২০

প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ এপ্রিল ২০১৫

মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের কালাপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে নারীসহ নিহত ২ জন নিহত ও ২০ বাসযাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস (মৌলভীবাজার- জ ১১.০৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে কালাপুর বাজার এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুই বাসযাত্রী নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ২০ জন যাত্রী।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

এমএএস