ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উল্লাপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকাপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর