পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমির হামজা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী তাসলিমা খাতুনকে (২২) বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওঠেছে। যৌতুকের দাবি পূরণ না করায় তাকে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে আমির হামজার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- ওই গৃহবধূ নিজেই বিষ জাতীয় পদার্থ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।
এর আগে পুলিশ কনস্টেল আমির হামজার স্ত্রী শনিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির হামজা আশুলিয়া থানায় কর্মরত রয়েছেন।
নিহত তাসলিমা খাতুন (২২) কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের আমীর হামজার স্ত্রী।
নিহতের বাবা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর আগে আমীর হামজার সঙ্গে বিয়ে হয় তাসলিমার। বিয়ের পর আমীর হামজা পরকীয়ার আসক্ত হয়ে অন্য আরও এক নারীকে বিয়ে করে। এনিয়ে তাদের পরিবারের মধ্যে কলহ লেগেই থাকতো। এরই জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি আমীর হামজার ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তাসলিমাকে খাওয়ায়। এর কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ তাসলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের অভিযোগ তাসলিমাকে তার স্বামী ভাতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে। এটি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি