ভাতিজার পিটুনিতে চাচা নিহত
নীলফামারীর সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত চাচা শমসের আলী (৬৫) মারা গেছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দপুর হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাদের মারামারিতে গুরুতর আহত শমসের আলীকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দপুর থানা সূত্র জানায়, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাড়ির ল্যাট্ট্রিনের ময়লা পরিষ্কার করাকে কেন্দ্র করে চাচা শমসের আলীর সঙ্গে ভাতিজা হায়দার আলী, কালাম, শাকিল ও সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
এতে চাচা শমসের আলী গুরুতর আহত হন। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করার তিনদিনের মাথায় রোববার হাসপাতালে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএআার/এমএস