লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি
লক্ষ্মীপুর সদর উপজেলায় মনির হোসেন নামে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯ টায় বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনির ৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের যুবলীগের সভাপতি এবং একই এলাকার মৃত রফিক উল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, কাশিপুরের রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন একটি চা দোকানের সামনে মনির ও তার বন্ধু মামুনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে মনির পা, কোমর ও পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যক সোহেব আহম্মদ বলেন, ‘মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎস্যা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
বশিকপুর পুলিশ ফাঁড়ি-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন জানান, মনির ৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের যুবলীগের সভাপতি।
মনিরের বড় ভাই আবদুল হক অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরেই স্থানীয় বিএনপির লাদেন-মাসুম বাহিনী হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।
এসএইচএ/এমএস