ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:৩০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত উপজেলা-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনের স্মারক নং-৪৬.০৪৬.০২৭০০.০০.০৮৮.২০১৫-২৫৩।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আখরাজুল ইসলাম চৌধুরী ধামইরহাট থানায় দায়েরকৃত নাশকতা মামলা এজাহারভুক্ত আসামি। মামলা নং-০৪, তারিখ ২০১৫, জিআর নং-২৮/১৫। তার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে গৃহিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

আব্বাস আলী/আরএআর/জেআইএম