ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য কারামুক্ত

প্রকাশিত: ০১:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণকারী জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে তাদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পায়।  

এর আগে রোববার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তিপ্রাপ্তরা হলেন, আকরাম শেখ, শেখ মো. ফরিদ, মো. মারুফ শেখ, মো. মোস্তাহার শেখ, মো. এরশাদ খান, মো. গাজী তরিকুল ইসলাম, মো. কামরুল শেখ, মো. কামরুল হাসান, মো. হায়দার শেখ, মো. হারুন শেখ, মো. আইয়ুব আলী শেখ, মো. মাফিকুল গাজী, মো. কবির গাজী, মো. পলাশ হোসেন, মো. আবদুল হান্নান সরদার, মো. মহাসিন মোড়ল ও মো. ইয়াকুব সরদার প্রমুখ।

গত ২৯ জানুয়ারি বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ২০ বনদস্যু র‌্যাব-৮ এর সদর দফতর বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

এ ঘটনায় ২৯ জানুয়ারি বিকেলে র‌্যাব-৮ এর ডিএডি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে বনদস্যু বাহিনী প্রধান মো. জাহাঙ্গীর শিকারীসহ ২০ বনদস্যুর নামে শরণখোলা থানায় দস্যুতা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এই মামলায় ১৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে জাহাঙ্গীর বাহিনীর ২০ বনদস্যুকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক মো. ফজলুল হক ১৭ বনদস্যুকে জামিনে মুক্তি আদেশ দেন।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

আরও পড়ুন