ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মোহাম্মাদ নাসিম

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে ৯ম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। এক সময় আমরা বিশ্বকাপ জিতবো বলে আশা রাখি।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পীমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমীন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। মন্ত্রী এ সময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাব ও বলাকা ক্রীড়া চক্র মুখোমুখি হয়েছে।

এমজেড/আরআই