ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ৩ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁ বিভিন্ন স্থান থেকে তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, রানীনগর উপজেলার ভান্ডারপুর গ্রামের হজরত আলীর ছেলে ইউনিয়ন জামাতের সেক্রেটারি আব্দুল মতিন (৪৮), আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামের মৃত. আফতাবের ছেলে ছাইদুর রহমান (৪০) এবং মান্দা উপজেলার শীলগ্রাম গ্রামের নূর মোহাম্মাদের ছেলে বেলাল হোসেন (৩৭)।

নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আব্বাস আলী/এএম/জেআইএম