ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুইমারা উপজেলা নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ইউপিডিএফ

প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

গুইমারা উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর জমে উঠতে শুরু করেছে নির্বাচনী ময়দান। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় জয় পেতে মরিয়া হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

আওয়ামী লীগ প্রার্থী মেমং মারমা ও বিএনপি প্রার্থী মোহাম্মদ ইউছুফের পাশাপাশি সমানতালে মাঠে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা।

চলতি বছরের ১ জানুয়ারি গভীর রাতে নিরাপত্তা বাহিনী লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে তার বাসভবন থেকে পাঁচ রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেফতার করা হয়।

এরপর গত ১০ ফেব্রুয়ারি রাতে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার খাগড়াছড়ির বাসা থেকে প্রায় ৮০ লাখ টাকাসহ গ্রেফতারের পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

সংগঠনটির অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সম্প্রতি দলটির শীর্ষ দুই নেতার বাসায় নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদাবাজির অর্থ উদ্ধারের ঘটনায় মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

ঠিক তখন সদ্যঘোষিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় এই সংগঠনটি। গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে টার্গেট করে ইতোমধ্যে সংগঠনটি কোমর বেঁধে মাঠে নেমেছে।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দলটির সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা।

ইতোমধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে অনেকটা সরব ছিলেন তিনি। এ কারণে তার প্রতি দলটিও আস্থাশীল বলে একাধিক সূত্রে জানা গেছে।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে দুই তৃতীয়াংশ উপজাতীয় ভোটরকে লক্ষ্য করে আওয়ামী লীগ-বিএনপির দুই শক্তিশালী প্রার্থীকে পেছনে ফেলে জয় পেতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা।

ইতোমধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাহলাপ্রু চৌধুরীর পদত্যাগের মধ্য দিয়ে উশেপ্রু মারমা অনেকটা খোশ মেজাজে রয়েছেন বলেও জানা গেছে। দুর্গম পাহাড়ি জনপদের ভোটাররাই তার টার্গেট হতে পারে এমনটাই মনে করছেন সচেতন মহল।

প্রসঙ্গত, গুইমারা সদর ইউনিয়নে ৯ হাজার ৫৫৬ জন ভোটার, হাফছড়ি ইউনিয়নে ১৩ হাজার ২১৮জন এবং সিন্দুকছড়ি ইউনিয়নে ৪ হাজার ৬০৭ জন ভোটার রয়েছেন। আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি