ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এ স্লোগানে নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দফরের আয়োজনে এ উপলক্ষে একটি র্যা লি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা হাসান আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদ নজরুল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভ্যাটেরিনারি সার্জন ডা. নাজমুল হক তৌফিক, ফার্মাভেট কোম্পানি লিমিটেডের রেজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম, অপসোনিন ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার আবু মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং দুধ ও ডিম খাওয়ানো হয়।

সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী, প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম