ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাচীর তুলে আলোচিত এমপিকে ঢাকায় তলব

প্রকাশিত: ০৩:০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

অন্যের জমিতে দেয়াল তুলে যাতায়াতের পথ অবরুদ্ধ করে দেয়ায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নুরুল হককে ঢাকায় তলব করা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে দলীয় কার্যালয়ে ডেকেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এছাড়া সংসদ সদস্যের এই কর্মকাণ্ডে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতৃবৃন্দ।

এদিকে এমপি ও তার ছেলের দখল করা জমিতে উঁচু দেয়াল বুলডোজার দিয়ে গুড়িয়ে আওয়ামী লীগ নেতা আজিজ গোলদারের পরিবারকে উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান।

রোববার দুপুর সাড়ে ১২টায় প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাচীর ভেঙে দিয়ে যাতায়াতের পথ উন্মুক্ত হলে বন্দিদশা থেকে মুক্ত হয় আজিজ গোলদারের পরিবার। এরপর বিকেল সাড়ে ৪টায় ব্যাপক পুলিশি প্রহরায় দ্বিতীয় দফায় বুলডোজার দিয়ে দখলীয় প্রাচীর গুড়িয়ে দেন একই আদালত।

গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সরকারের শীর্ষ পর্যায়ে বিষয়টি পৌঁছলে খোদ আওয়ামী লীগ ও প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়ে। সর্বশেষ শীর্ষ পর্যায়ের নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এ পদক্ষেপ নেন।

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, এমপির পদটাই পদদলিত হয়েছে। একজন সংসদ সদস্য এরকম কর্মকাণ্ড করলে সাধারণ মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখা শুরু করবে।

জানা যায়, পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নুরুল হকের ছেলে শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ গোলদারের ৫০ বছরের দখলীয় ২০ শতক বসত ভিটাসহ সরকারি ভিপি সম্পত্তি জবর-দখল করে নেয়।

পরে এর চারপাশ দিয়ে নির্মাণ করে ১০ ফুট উঁচু প্রাচীর। চারিদিকে প্রাচীর দেয়ায় আজিজ পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন হলেও কোনো প্রতিকার মেলেনি। এ পরিবারটি যাতায়াতের জন্য বিকল্প পথ হিসেবে বেছে নেয় মই ও প্রাচীরের নিচে গর্ত করে তৈরি করা সুড়ঙ্গ পথ।

আলমগীর হান্নান/এফএ/এমএস

আরও পড়ুন