ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আত্রাইয়ে ১৪ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের মাদক ব্যবসায়ী ও সেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বান্দাইখাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার ১৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী আত্মসমর্পণ করেন।

এসময় প্রত্যেককে একটি লুঙ্গি ও ফুলের স্টিক দিয়ে বরণ করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক।

আত্রাই থানা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজার সভাপতিত্বে এ সময় পরিষদের চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক বলেন, নওগাঁর প্রতিটি উপজেলায় মাদক মুক্ত ও সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, বাল্য বিয়ে রোধ করার জন্য প্রতিনিয়ত সভা সেমিনার করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো নওগাঁকে মাদকমুক্ত করা।

আব্বাস আলী/এফএ/আরআইপি