ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৭ বছর পর রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

প্রকাশিত: ১১:৫২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলার সম্মেলন। এর আগে ২০০০ সালে গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠনটির নাম প্রচারে থাকলেও এবারই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আবু কাওসার মোল্লা।

এদিকে এতো বছর পর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় যোগ দেন নেতাকর্মীরা। দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তারা হলেন, মো. শাওয়াল উদ্দিন, জামিল মোস্তফা ও অলিভ চাকমা ইতিময়।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তারা হলেন, কাজী আবদুস সালাম, মো. শাহজাহান ও মোমিত বড়ুয়া টিংকু। তবে ফলাফল এখনও জানা যায়নি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অংশ নেন ৯০ জন কাউন্সিলর।

জেলা স্বেচ্ছাসেবক লীগের বিদায়ী আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এছাড়া বক্তব্য রাখেন, রাঙামাটি সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে। তিন পার্বত্য জেলায় উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। এ সরকার উন্নয়ন ও গণমুখী।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর