ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নীলফামারীর ডিমলা সরকারি হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় মমিনুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মমিনুর রহমানের বাড়ি থেকে এসব ওষুধ উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মমিনুর বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের হযরত আলীর ছেলে। ঘটনার পর থেকে ডিমলা হাসপাতালের স্টোর কিপার মোবারক আলী গা ঢাকা দিয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে ডিমলা থানায় ওষুধ গণনার কাজ করছে পুলিশ। নীলফামারীর সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ জাগো নিউজকে জানান, সরকারি বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে।

ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, রাত আড়াইটার দিকে সংবাদ পাই ডিমলা হাসপাতালের ২ বস্তা সরকারি ওষুধ মাইক্রোবাসে করে মমিনুরের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরকারি হাসপাতালের ২ বস্তা ওষুধ উদ্ধার করা হয়। সকাল থেকে ওষুধগুলোর গণনা চলছে। গণনা শেষে মামলা দায়ের করা হবে।

ডিমলা হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, আমি নীলফামারীতে মিটিং আছি। সরকারি ওষুধ উদ্ধারের বিষয়টি শুনেছি। তবে সেটি ডিমলা হাসপাতালের কিনা তদন্ত না করে বলা যাচ্ছে না।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি