রাঙ্গাবালীতে বিএনপির নির্বাচনী পথসভায় হামলা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির নির্বাচনী পথসভায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার মৌডুবি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএপির মনোনিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকনের সমর্থনে মৌডুবি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথ সভার আয়োজন করা হয়।
দুপুরের পর থেকেই পথ সভায় যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা বাজারে সমবেত হতে থাকে। পথসভা শুরু হতে না হতেই মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম মৃধার নেতৃত্বে পৃথক দুইটি মিছিল দুই দিক থেকে এসে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাওলাদার, সিনিয়র-সহ সভাপতি হাসনাইন রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুনিম, বাবু, সম্রাট, পলাশ, লিটন দাশ, হেলাল, সুমন, মলিন, টিপু, আরেস মুন্সি, আরিফ, সজিব আহত হয়।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এমআরএম