ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২২ বছর পর দিনাজপুর মহিলা আ. লীগের কমিটি গঠন

প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৪ মার্চ ২০১৭

দীর্ঘ ২২ বছর পর দিনাজপুর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে জিনাত আরা চৌধুরী মিলিকে সভাপতি এবং শিরিন ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আশরাফুনেছা মোশারফ ও সাধারণ সম্পাদক পিনু খান এমপি। কাউন্সিলের প্রায় ১ মাস পর এই কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ

দীর্ঘ ২২ বছর পর দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগ এই কমিটি উপহার পেল। এর আগে একই কমিটি কাউন্সিল ছাড়াই ২২ বছর ধরে দায়িত্বে ছিল।

নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি জিনাত আরা চৌধুরী মিলি, সহ-সভাপতি রেজিনা রহমান, মেহের সুলতানা, লুলু আফসার, সেলিনা জামান, তাসকিনা সুলতানা, বেবী মান্নান ও জেসমিন আরা জোস্না, সাধারণ সম্পাদক শিরিন ইসলাম, যুগ্ম সম্পাদক, জুন্না চৌধুরী, মোমেনা আকতার লিপি ও আরিফা বেগম।

সাংগঠনিক সম্পাদক শাহনাজ ইসলাম, মনতাজ বেগম, রোখসানা, আমেনা হুদা ও রেবেকা আহমেদ রেবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ললিতা গোস্বামী, দফতর সম্পাদক মর্জিনা খাতুন তনু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক বেগম মোশফেরা তাসনিম, কৃষি ও সমবায় সম্পাদক পুতুল ইসলাম, শ্রম সম্পাদক হোসনে আরা নয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক আইরিন লতিফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অনজু আরা রুবি, কোষাধ্যক্ষ আনজু আরা বেগম, মা ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা আজগার, ধর্ম বিষয়ক সম্পাদক সাহানুর বেগম বিউটি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পেয়ারা খাতুন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইলোরা আহমেদ ইতি।

এছাড়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাশেদা বেগম, সদস্য রমিজা রৌফ চৌধুরী, ভারতী নন্দি সরকার, সুলতানা বুলবুল, মির্জা রওনক আফরোজ, তারিকুন বেগম, রেহেনা সামাদ, সুফিয়া নাহার, মীরা মাহবুব, আজমেরু সেলিনা আক্তার, রেবেকা সুলতানা, ফেন্সি আক্তার, পারুল বেগম, লতিফা বেগম, বিলকিস পারভীন, কুলসুম বেগম, মাসুদা বেগম, সুলেখা বেগম, রুনি ইসলাম, শারিকা শারমীন রিক্তা, ফরিদা ইয়াসমিন সুইটি, বাসনা রানী সাহা, নুর জাহান, আফরোজা আমিন, ববিতা রানী সাহা, আলেয়া বেগম স্বপ্না, দিনা লায়লা, নুর সাবা, মির্জা শিরিন, লাকি পারভীন, শিরিন সালাম, বেবী, রুমানা সিকদার, মিনু ও মমতাজ বেগম।

গত ২০ ফেব্রুয়ারি দিনাজপুর নাট্য সমিতি হলে কাউন্সিল বিরোধীদের তোপের মুখে কমিটি গঠন ছাড়াই দিনাজপুর মহিলা আওয়ামী লীগের কাউন্সিল শেষ হয়।

সেদিন কাউন্সিলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর উপস্থিতিতে কাউন্সিলবিরোধী একটি দল ভেতরে প্রবেশ করে ব্যানার ছিড়ে ফেলে ও সভামঞ্চ তছনছ করে। পরে মূল দরজা বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কাউন্সিল শেষ করা হয়।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম