মাদারীপুরে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
মাদারীপুরের ঘটকচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ও পেয়ারপুর ইউনিয়নের জনগণের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে দুই ইউনিয়নের জনগণের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে মাদারীপুর সদর থানার পুলিশ ও র্যাবের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুই ইউনিয়নের জনগণের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাসিরুল হক/এফএ/এমএস