ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল সৌরভ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ মার্চ ২০১৭

চাঁদপুরের হাজীগঞ্জ ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সৌরভ বনিক (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে হাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীর বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌরভ হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের শিবু বনিকের ছেলে এবং হাজীগঞ্জ পাইটল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

সৌরভের সহপাঠী সীমান্ত জানায়, দুপুরে ডাকাতিয়া নদীতে সৌরভ, শুভ, পীতন, কার্তিক, রাতুল, মুজাহিদসহ তারা আট বন্ধু গোসলে নামে। সাঁতার কাটার সময় পাশ দিয়ে একটি মালবাহী জাহাজ যায়। ঢেউয়ে সৌরভ ডুবে যায়।

এ সময় সহপাঠীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, চাঁদপুর থেকে উদ্ধার কর্মীরা এসে সৌরভের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইকরাম চৌধুরী/এএম/আরআইপি