ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৬ মার্চ ২০১৭

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ৪নং ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমকে (৪৮) গুলি করে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৮ জনসহ আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা আবু ছায়ের বাদী হয়ে রোববার রাতে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জ্যোতি খিসা চাকমা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত আবুল হাসেমের বাবা আবু ছায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত এজাহারে তিনি তার ছেলেকে হত্যার জন্য পুলিশের হাতে কয়েকদিন আগে গ্রেফতার একই এলাকার আবদুল মমিন ও তার ভাই আশরাফসহ আরো কয়েক জনকে দায়ী করেছেন। তার ধারণা নানা অপরাধের সঙ্গে জড়িত আবদুল মমিনকে  গ্রেফতারের পিছনে তার ছেলে আবুল হাসেমের ভূমিকা রয়েছে। আর এ সন্দেহ থেকে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে বাড়ি যাওয়ার পথে স্থনীয় বাংলাবাজারের কাছে একা পেয়ে গুলি করে হত্যা করে।

তিনি আরো জানান, আবদুল মমিন বর্তমানে জেল হাজতে রয়েছে। এছাড়া হত্যা মামলাটি দায়েরের পর পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে। বর্তমানে তাকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মিজানুর রহমান/এফএ/আরআইপি

আরও পড়ুন