ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ বিক্রেতা আটক

প্রকাশিত: ১০:৫৫ এএম, ১০ এপ্রিল ২০১৫

সাতক্ষীরায় একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলিসহ নুর ইসলাম (৩২) নামের এক অস্ত্র-বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে জেলার দেবহাটা উপজেলার কেপুখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক অস্ত্র-ব্যবসায়ী নুর ইসলাম কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতা মামলার ৩৫ জনকে আসামিকে আটক করেছে পুলিশ।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাসেম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার কেপুখালী গ্রামের শওকত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলিসহ নুর ইসলামকে আটক করা হয়।

এ সময় অপর অস্ত্র ব্যবসায়ী শওকত হোসেন পালিয়ে যান। এ ঘটনায় নুর ইসলাম ও শওকতকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া জেলাব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতা মামলার ৩৫ আসামিকে আটক করা হয়েছে।

এমজেড/বিএ/পিআর