ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই সড়কের গাছ নিধন

প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ মার্চ ২০১৭

পঞ্চগড়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সড়কের গাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মওলাগঞ্জ এলাকার ছোটবড় ৭০টি গাছ কেটে নিয়ে যায়।

যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ব্যাপারে সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সম্প্রতি ওই সড়কের পাশে জমি কেনার পর থেকেই নিজেকে সড়কের পাশে শতাধিক গাছের মালিক দাবি করে আসছেন ঘেরু চন্দ্র নামের এক বাসিন্দা।

কয়েক দিন আগে একটি বড় আকারের গাছ কাটার চেষ্টা করলে বাধা দেন স্থানীয় লোকজন। একপর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসের সদ্য বদলিকৃত উপ-সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম অনুমতি দিয়েছেন, স্থানীয়দের এমন বুঝিয়ে শনিবার প্রায় ৭০টি গাছ কেটে নিয়ে যান।

অভিযুক্ত ঘেরু চন্দ্র জানান, সড়কের গাছগুলো আমার, গাছগুলো আমি লাগিয়েছি। তাছাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে কথা বলেই কেটেছি।

তবে নজরুল ইসলাম বলেন, ঘেরু চন্দ্রের জমির পাশে সড়কের ওপর ১১০টি ইউক্লিপটাস গাছ রয়েছে। আমি গত মাসের ২৮ তারিখে বদলি হয়েছি। যতদিন ছিলাম, গাছ কাটতে দেইনি। আমি চলে আসার সঙ্গে সঙ্গেই গাছগুলো কেটে নিয়েছে।

ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, আমি ১ মার্চ বদলি হয়ে এসেছি। শুনেছি গাছ কাটা হয়েছে। তবে অফিসিয়ালভাবে কাউকে গাছ কাটার নির্দেশ দেয়া হয়নি।

গরিনাবাড়ি ইউপি চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন বলেন, গাছ কাটার ব্যাপারে কিছুই জানতাম না। পরে সেখানে গিয়ে জানতে পারি, সড়কের পাশে হলেও গাছগুলো তার জমিতে পড়েছে এবং তিনিই সেগুলো লাগিয়েছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান শাহ বলেন, আমি অফিসের কাজে ঢাকা এসেছি। অনুমতি ছাড়া কেউ সড়কের সরকারি গাছ কাটলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সফিকুল আলম/এএম/জেআইএম