কেন্দ্রে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
মাগুরায় এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে দীপ্ত কর্মকার নামে এক পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
আহত দীপ্তকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপ্ত কর্মকার নিজনান্দুয়ালী আশ্রমপাড়ার অসিত কর্মকারের ছেলে। এ ঘটনায় মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মাগুরা-ফরিদপুর সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, এসএসসি পরীক্ষার্থী ফারিয়ার সঙ্গে দীপ্ত কর্মকার ও দিলুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফলে দীপ্ত ও দিলুর মাঝে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনাকে কেন্দ্র করেই বুধবার পরীক্ষা চলাকালে দিলু কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ডেকে এনে দীপ্ত কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা দিলুকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার দিন বুধবার দুপুরে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ফার্ম মেশিনারি ট্রেড (১ ও ২) ব্যবহারিক পরীক্ষা চলছিল।
আরাফাত হোসেন/এআরএ/জেআইএম