ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জেএমবির তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৭:০৬ এএম, ১১ মার্চ ২০১৭

নাটোরের বড়াইগ্রাম ও নওগাঁর মান্দায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

নাটোরে মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রমাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম এবং নওগাঁ মান্দার পারইল গ্রামের ইউসুফ আলীর ছেলে খাইরুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্টতায় ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়।

এর আগে ওই মামলায় তারা গ্রেফতারও হয়। দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং নাশকতার আশঙ্কায় তাদের আবারও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বড়াইগ্রাম থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, সকালে মান্দার পারইল গ্রাম থেকে জেএমবি সদস্য খাইরুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খাইরুল ইসলাম একাধিক মামলার পলাতক আসামি এবং জেএমবির সক্রিয় সদস্য। এছাড়া বগুড়ায় নাশকতামূলক সরকারি বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় ২০১৫ সালের ২১ ডিসেম্বরে একটি মামলা করা হয়। মামলা নং-৬০।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম পারইল থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস