নদীর চরে নরসুন্দরের মরদেহ, পরিবারের দাবি হত্যা
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নদীর চর থেকে বিপ্লব কুমার (২২) নামে এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিপ্লব কুমার ওই গ্রামের দিপু কুমার শীলের ছেলে। পরিবারের দাবি বিপ্লবকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে বিপ্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী বাজারে ভাই ভাই হেয়ার কাটিং নামে সেলুনে দিপু শীল ও তার ছেলে বিপ্লব কুমার কাজ করেন।
শুক্রবার রাতে বাবা ও ছেলে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাতে বিপ্লব কুমার বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর স্বজনরা তাকে আর খুঁজে পায়নি।
নিহত বিপ্লব কুমারের বাবা দিপু কুমার শীল বলেন, বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। সারা রাত আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি।
শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের এলাঙ্গী খালের পূর্ব পাড়ে ঘাসের জমির ভেতর বিপ্লবের মরদেহ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে বিপ্লবকে কে বা কারা হত্যার পর মরদেহ খালের পাড়ে ফেলে রেখেছে। সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত বিপ্লবের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিপ্লবের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। বিপ্লবের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
লিমন বাসার/এএম/জেআইএম