ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরকার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : খালিদ মাহমুদ

প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ মার্চ ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আগে বিশ্ববিদ্যালয় ছিল হাতে গোনা কয়েকটি। এখন শতাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ের শতবষপূর্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেলে তুমুল বৃষ্টির মধ্যে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নতুন বছর শুরু হতে না হতেই শহরের শিক্ষার্থীদের পাশাপাশি তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের হাতেও পৌছে যাচ্ছে নতুন বই। বর্তমান সরকারের অন্য সব সাফল্যের মাঝে এটিও একটি সাফল্য।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সম্রাট, তেঁতুলিযা উপজেলা পরিষদ চেযারম্যান রেজাউল করিম শাহীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলীমুল রাজি বক্তৃতা করেন।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেয়। পরে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিনভর নানা অনুষ্ঠান শেষে সন্ধায় অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফিকুল আলম/এমএএস/জেআইএম