ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বড়াইগ্রামে ৪টি তক্ষকসহ আটক ১

প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৪ মার্চ ২০১৭

নাটোরের বড়াইগ্রামে চারটি তক্ষক, ধাতব মুদ্রা ও একটি পাথরের শিবমুর্তিসহ আবু জাফর নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবু জাফর ওই গ্রামের  মৃত কাঞ্চন মুন্সি ব্যাপারীর ছেলে।

নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার আগ্রান গ্রামের আবু জাফরের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে  তার দেয়া তথ্য মতে বাড়ির বিভিন্ন স্থান থেকে ৪টি তক্ষক, একটি পাথরের শিব মুর্তি, ৪০টি ধাতব মুদ্রা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে আটক করা হয়।

পরে আটক আবু জাফরের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে বাড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আবু জাফরকে কারাগারে পাঠানো হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম