ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় কষ্টি পাথরের মূর্তি চুরি

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দিরের তালা ভেঙে কষ্টি পাথরের নারায়ণ মূর্তিসহ পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর সার্বজনীন মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরেরা নারায়ণ মূর্তি, সোনার তৈরি পৈতা, তুলসী পাতা, কাঁসা ও পিতলের তৈরি অন্যান্য সামগ্রী নিয়ে যায়।

বালিয়াপুর সার্বজনীন মন্দির পরিচালনাকারী কৃষ্ণপদ চক্রবর্তী ও বাবলু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে দেল পূজা উপলক্ষ্যে তারা কেউ বাড়িতে না থাকায় মন্দিরের তালা ভেঙে চোরেরা নারায়ণ মূর্তি, সোনার তৈরি পৈতা, সোনার তৈরি তুলসী পাতাসহ কাঁসা ও পিতলের তৈরি অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/এআরএস/এমএস