ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ২০০ মণ জাটকাসহ আটক ২

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৫ এপ্রিল ২০১৫

শরীয়তপুরের গোসাইরহাট থেকে ৩টি ট্রাক বোঝাই প্রায় ২০০ মণ জাটকা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, আটককৃত জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় গরীব দুঃখী, এতিমখানা ও মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীররাতে গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে একটি ট্রাক গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে শরীয়তপুরের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭টি খাঁচা বোঝাই প্রায় ৮০ মণ জাটকাসহ ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাকসহ জাটকা আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যায়।

একই রাতে উপজেলার শামছুর রহমান ডিগ্রী কলেজ ও গোডাউন রোড থেকে ২টি ট্রাক বোঝাই ১২০ মণ জাটকা আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় দুই ট্রাকের দুই ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটককৃত জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের গরীব-দুঃখী, এতিম ও মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়।

এসএস/এআরএস/পিআর