খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন
৫ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে বিআইডিসি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া-মজুরী প্রদান, ২০ ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ আহুত ১১ দিনের কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা মিল গেটে বিক্ষোভ মিছিল করে।
এরপর তারা মিছিল নিয়ে খালিশপুরস্থ বিআইডিসি সড়কে অবস্থান করে। সড়কের দুই পাশে দাড়িয়ে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় সমাবেশ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওছার আলী মৃধা, খলিলুর রহমান ও দ্বীন ইসলাম বক্তৃতা করেন।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’