সরাইলে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে আহত করলেন শিক্ষিকা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফারজানা আক্তার (০৯) নামে এক মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষিকা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষিকা ফাতেমা বেগম পলাতক রয়েছেন। আহত ফারজানাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফারজানা সরাইল উপজেলার বিশ্বরোড মোড়স্থ মার্কাজুত তাহফিজ্ ইন্টারন্যাশনাল ক্যাডেট মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আহত ফারজানা জানায়, মঙ্গলবার সকালে ফারজানাকে তার মা মাদ্রাসায় এসে দিয়ে যান। কিন্তু, ফারজানার ভালো না লাগায় বিকেলে সে মাদ্রাসা থেকে চলে আসায় শিক্ষিকা ফাতেমা বেগম তাকে ধরে নিয়ে গিয়ে মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে বেত্রাঘাত করে গুরুতর আহত করে। পরে ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় ফারজানার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফারজানার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শিক্ষিকা ফাতেমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমএএস/আরআই