না.গঞ্জে চার কারখানাকে ২৮ লাখ টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে সিটি গ্রুপসহ চার কারখানাকে ২৮ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার ওই চার কারখানার মালিক ও তাদের প্রতিনিধিদের তলব করে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে শুনানি করে এ দণ্ড দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপঞ্জের সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ, একই এলাকার গৌরী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসকে ১৩ লাখ, সিদ্ধিরগঞ্জের ব্যাবিলন নীট কম্পোজিটকে ৬ লাখ, আড়াইহাজারের সুমি প্রিন্টিং অ্যান্ড উইভিংকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এমএএস/আরআই