ব্রহ্মপুত্রের গর্ভে আরও ২০ বসতভিটা
শেরপুরে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ২৩ আগস্ট শনিবার দুপুর পর্যন্ত কুলুরচরের আরও ২২ ঘর নদীগর্ভে চলে গেছে। এই নিয়ে গত চার দিনে ব্রহ্মপুত্রের ভাঙনে ওই এলাকার ৭৮ টি ঘরবাড়ী নদীগর্ভে বিলীণ হয়েছে।
পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে শনিবার আরও ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৭১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাছানুজ্জামান জানিয়েছেন।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কুলুরচরের শিরি বেগম, রোজিনা বেগম ও রমজান আলী বলেন, আমাদের নিজস্ব জায়গা না থাকায় ঘরবাড়ী হারিয়ে অনেকটা যাযাবরের মতো জীবন যাপন করছি। সরকার থেকেও তাদের জন্য স্থায়ী কোন সমাধান করছে না।
এছাড়া ব্রহ্মপুত্র নদে পানিবৃদ্ধির সাথে সাথে কুলুরচর ছাড়াও ডাকপাড়া, ভাগলদি, দিকপাড়া, চুনিয়ারচর গ্রামেও নদী ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ব্রহ্মপুত্রের জেগে ওঠা চরের শতাধিক বাড়ীঘরে পানি ওঠায় সেখান থেকে লোকজন ঘরবাড়ী ছেড়ে ডাকপাড়া ও দিকপাড়া এলাকায় আশ্রয় নিয়েছে।
এদিকে, শনিবার শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী ও পিআইওকে সাথে নিয়ে কুলুরচরে ব্রহ্মপুত্রের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
ইউএনও বলেন, ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নদী ভাঙনে স্থানীয় লোকজন বসতভিটা হারাচেছ। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। তিনি জানান, জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা দেওয়া হবে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ২ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৩ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন
- ৪ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ৫ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত