প্রেমিকার বাবাকে ফাঁসাতে বাড়িতে পিস্তল, আটক ৪
নওগাঁয় একটি দেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ভোরে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের ইকবাল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার সেলিম রেজার ছেলে কৌশিক ফায়সাল (২৪), মোকলেছুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫), ফেরদৌস হোসেনের ছেলে বিপন হোসেন (২১) ও আব্দুর রশিদের ছেলে আল রাহিদ রিমন (২৪)। এদের সবার বাড়ি সদর উপজেলার বক্তারপুর গ্রামে।
ডিবি পুলিশের ওসি জাকিরুল ইসলাম বলেন, ইকবাল হোসেনের মেয়ের সঙ্গে কৌশিক ফায়সালের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ইকবাল তার মেয়েকে অনত্র বিয়ে দেন। এরপর থেকেই প্রেমিকাকে পেতে এবং মেয়ের বাবা ইকবালকে ফাঁসানোর চেষ্টায় ছিল কৌশিক। বৃহস্পতিবার তার বাড়িতে গোপনে অস্ত্রটি রাখা হয়।
গোপন সংবাদে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ইকবালের বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি দেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের চারজনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আকটরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আব্বাস আলী/এফএ/এমএস