নাটোরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
প্রতীকী ছবি
নাটোর শহরের দত্তপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দত্তপাড়ার গোয়ালডাঙ্গা এলাকার ইউনুস আলী ভুইয়ার ছেলে আব্দুল কাদের ও একই এলাকার ইউনুস আলীর ছেলে আবু সাঈদ।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে শহরের দত্তপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী সোহেল আহম্মেদের প্রতিষ্ঠানে গিয়ে অস্ত্র দেখিয়ে এক হাজার টাকা কেড়ে নেয় আব্দুল কাদের ও আবু সাঈদ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি পুলিশকে অবহিত করেন ব্যবসায়ীরা।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোর রাতে পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাদের নিজ নিজ বাড়ী থেকে আব্দুল কাদের ও আবু সাঈদকে আটক করে পুলিশ। এসময় আব্দুল কাদেরের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক আব্দুল কাদেরের বিরুদ্ধে আদালতে একটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও আবু সাঈদের বিরুদ্ধে এলাকায় অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস