ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ মার্চ ২০১৭

নাটোরে মৌসুমের প্রথম শিলা বৃষ্টিতে উঠতি চৈতালিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে হঠাৎ শিলা বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়।

তবে কিছু কিছু জায়গা বৃষ্টির বদলে হয়েছে শুধু শিলা। এতে হালতিবিল সহ আশে পাশের উপজেলায় উঠতি ফসল গম, রসুন, পেঁয়াজ, ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া বোরো ধান, তরমুজ, আম ও লিচুর ক্ষতি হয়েছে। তবে কৃষি অফিস বলেছে, মাঠ পর্যায়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নিরূপন করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, শনিবার বেলা ৩টার দিকে জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর এবং সদর উপজেলায় হঠাৎ করে ব্যাপক শিলা বৃষ্টি হয়।

এ সময় ছোট ছোট শিলা বৃষ্টির পাশাপাশি বড় আকারের শিলাও পড়ে। ১৫ মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে স্থানীয় শিশু কিশোর ও মহিলারা বাটি নিয়ে শিলাখণ্ড কুড়াতে দেখা গেছে। প্রতিটি শিলের ওজন ছিল ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম পর্যন্ত।

নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, মাধনগর এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি দেখা গেছে।

ওই এলাকার বাসিন্দা মামুনুর রশিদ তোতা জানান, ব্যাপক শিলাবৃষ্টির কারণে মাঠের জমি শিলাতে সাদা হয়ে যায়। এতে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সোনাপাতিল গ্রামের কৃষক আসাদ আলী বলেন, তার জমির পেঁয়াজের কদম ফুল ভেঙে গেছে। আর পেঁয়াজের গাছগুলো মাটি লুটে পড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে ফসলে পচন ধরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে।

উপজেল কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে লাগানো চারা পেঁয়াজ, পেঁয়াজের কদম ফুলের ক্ষতি হতে পারে, তবে কী পরিমাণ ক্ষতি হবে তা তাৎক্ষণিক নিরূপন করা সম্ভব হয়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, শিলা বৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা নিরূপনের চেষ্টা করছেন।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম