রানা প্লাজার সামনে জার্মান রাষ্ট্রদূতের শ্রদ্ধা
সাভারে বহুল আলোচিত ধ্বসে পড়া রানা প্লাজা পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স। তিনি বৃহস্পতিবার দুপুরে জার্মান দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সাভারের রানা প্লাজায় আসেন। এসময় তিনি রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে জার্মান রাষ্ট্রদূত সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যাবিলন গ্রুপের অবনী নিটওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।
এসময় জার্মান রাষ্ট্রদূত গার্মেন্টস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাই তাদের পর্যাপ্ত কাজের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরো ভালো হবে। ওই সময় রাষ্ট্রদূত শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
পোশাক কারখানা পরিদর্শনকালে জার্মান রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের পরিচালক আবিদুর রহমানসহ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
এমজেড/এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ