ধামইরহাটে তক্ষক অবমুক্ত
নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে বিরল প্রজাতির তিনটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে শালবনে তক্ষক প্রাণিগুলো অবমুক্ত করেন উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সাংবাদিক হারুন আল রশীদ, ইউপি সদস্য মাজেদুর রহমান, ইউপি সদস্য এনামুল হক প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তক্ষক ৩টি ধরা পড়ে। পরে বড়াইগ্রাম আমলী আদালতের আদেশে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের তক্ষকগুলো আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়। তক্ষকগুলো প্রায় ৮ ইঞ্চি লম্বা।
আব্বাস আলী/এআরএ/এমএস