ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুরুদাসপুরে জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ মার্চ ২০১৭

নাটোরের গুরুদাসপুরে জাল টাকা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০টি জালনোট জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার সাইদুল শাহর ছেলে মনিরুল ইসলাম (২৪) ও  রঞ্জু আহমেদ ওরফে সাগর (৩৫)।

সাগর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের আফের প্রামাণিকের ছেলে। তাদের সোমবার আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শহিদুল্লাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুইজন দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত।

মনিরুলের বিরুদ্ধে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় দুইটি এবং সাগরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ডিবি পুলিশের দুইটি করে এ সংক্রান্ত মামলা রয়েছে। সম্প্রতি তারা জাল টাকাসহ গ্রেফতার হয়। ওই মামলায় জামিনে ছাড়া পেয়ে আবার একই পেশায় জড়িয়ে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম (২৪) ও তার ছোট ভাই রনি শাহ দীর্ঘদিন ধরে জাল টাকা চক্রের সদস্যদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গুরুদাসপুরসহ আশপাশের উপজেলাতে জাল টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রনিশাহকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

রেজাউল করিম রেজা/এএম/এমএস