ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় ‘শিবিরের ৬৫ নেতাকর্মী’ আটক

প্রকাশিত: ০২:২২ এএম, ২১ মার্চ ২০১৭

কুষ্টিয়ার কুমারখালী থেকে ‘শিবিরের ৬৫ নেতাকর্মীকে’ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটকরা পিকনিকের ব্যানারের আড়ালে সংগঠিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার সময় কুমারখালীর আলাউদ্দিন নগরের দড়িকোমরপুর মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০টি ককটেল বোমা, ১৭টি জিহাদি বই ও ২টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

সোমবার রাত ৯টার সময় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার এসএম মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৬৫ জন শিবির নেতাকর্মীকে আটক করে। এরমধ্যে ১৭ জন শিবিরের সাথী ও ৪৭ জন শিবিরের কর্মী। আটকদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় পত্রিকার দুইজন সাংবাদিকও রয়েছেন। আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা কামাল হোসেন মূল সম্বনয়কের দায়িত্বে ছিলেন।

তিনি জানান, আটকদের বাড়ি ঈশ্বরদী, কুষ্টিয়া ও কুমারখালী এলাকায়। তারা নাশকতা সৃষ্টির জন্য একত্রিত হয়েছিল। কী ধরনের নাশকতা করতে চেয়েছিল তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। আটকদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম