ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে অগ্নিকাণ্ডে ৯ বসতঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২১ মার্চ ২০১৭

নাটোরের আহম্মদপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি বসত ঘর ও নগদ টাকা পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে নাটোর সদর উপজেলার আহম্মেদপুরের কাদিম সাথুরিয়া গ্রামের নিখিল চন্দ্র মন্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন জানান, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য রাখা সাজাল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত নিখিল চন্দ্র জানান, অগ্নিকাণ্ডে তার কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর