ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির মদদদাতা : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১০:০৭ এএম, ২১ মার্চ ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়ী হতে পারবে না জেনেই সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দিচ্ছে। এই অপশক্তির কেউ মারা গেলে বিএনপির চোখে তারা ভালো মানুষ হয়ে যায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যে অপশক্তি সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে পুলিশ সাহসী অভিযান করে প্রশংসা কুড়িয়েছে। এতে বিএনপির গায়ে জ্বালা ধরেছে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণকে নিয়ে আন্দোলন করতে পারেনি। তারা বোমা সন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বোমা সন্ত্রাসের কারণে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি এখন আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেয় না।

এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

আরও পড়ুন