ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোচাগঞ্জে জোড়া খুন : প্রধান আসামি শফিকুল রিমান্ডে

প্রকাশিত: ১২:০১ পিএম, ২১ মার্চ ২০১৭

দিনাজপুরের বোচাগঞ্জে দৌলা গ্রামের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরীসহ দুইজনকে হত্যা মামলায় আটক প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে শফিকুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের আদালতে হাজির করা হয়। পুলিশ শফিকুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিন মঞ্জুর করে।

দিনাজপুরের কোর্ট পরিদর্শক শহিদ সরওয়ারদী বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, সোমবার রাতে শফিকুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগের কিছু অপরাধে জড়িত থাকার বিষয়ে মুখ খুললেও কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী এবং তার নারী মুরিদ রূপালী বেগমকে হত্যার প্রশ্ন কৌশলে পাশ কাটানোর চেষ্টা করেছে।

এর আগে দরবার শরীফের খাদেম সাইদুর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি গ্রামের আরেক পীর এছ্হাক আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দিতে পুলিশের কাছে ওই দুইজন হত্যাকাণ্ডের সঙ্গে শফিকুল ইসলাম বাবুর সরাসরি জড়িত থাকার কথা জানান।

সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী জয়মনিরহাট এলাকা থেকে তাকে আটক করে র্যাব। রাতে তাকে বোচাগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রূপালী বেগমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ফরহাদ হোসেন চৌধুরী দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনার দুইদিন পর ওই দরবার শরিফের খাদেম সাইদুর রহমান ও কুড়িগ্রাামের আরেক কথিত পীর এছাহাক আলীকে আটক করে পুলিশ। পরে আদালতে তারা ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

আরও পড়ুন