ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনে দুই তরুণের ক্ষতবিক্ষত মরদেহ

প্রকাশিত: ০৬:১২ এএম, ২২ মার্চ ২০১৭

হত্যার পর দুই অজ্ঞাত তরুণকে রেললাইনের উপর ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে অজ্ঞাত এই দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ।

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটি রেলপথের মির্জাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার অদূরে মাঝাপাড়া ও সওদাগড়পাড়া গ্রামের সীমারেখা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতদের বয়স আনুমানিক ১৮ ও ১৬। একজনের পরণে ছাই রঙের ফুলপ্যান্ট ও লাল জ্যাকেট এবং অপরজনের পরণে রয়েছে কালো প্যান্ট ও হলুদ খয়রি রঙের টি-সার্ট। তাদের মুখে কালি মাখানো ও শরীরের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহিৃত পাওয়া গেছে।

এছাড়া তাদের পকেটে সৈয়দপুর উপজেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতি, রেজি. নং-১৯৪২ নম্বরের চাঁদা আদায়ের ২০ টাকার রশিদও পাওয়া যায়। সেখানে মঈন উদ্দিন ও রাব্বী নাম লেখা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তারা সৈয়দপুরের কোনো হোটেলের শ্রমিক।

এছাড়া ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যার পর রেললাইনের উপর ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সকালে এলাকাবাসী তাদেরকে দেখতে পেলে খবরটি ছড়িয়ে পড়ে।

জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আতাউর রহমান সাজু ও জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতরা এ এলাকার নয়। দেখেই বোঝা যাচ্ছে ট্রেনে কেটে তাদের মৃত্যু হয়নি। অন্যকোথাও মেরে এখানে মরদেহ ফেলে রেখে গেছে।

সৈয়দপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি রহস্যজনক। অজ্ঞাত মরদেহ দুইটি সকাল সাড়ে ১০টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

জাহিদুল ইসলাম/এফএ/পিআর