ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

প্রকাশিত: ০৭:৫২ এএম, ২২ মার্চ ২০১৭

নাটোরের হযরতপুরে ট্রাকের চাপায় আয়নাল নামে এক ভ্যানচালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক সেলিম উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের হযরতপুর এলাকায় একটি ভ্যানকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল শেখ নিহত হন। আহত হন ভ্যানের ৩ যাত্রী।

নিহত আয়নাল সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি