ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝালকাঠিতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পিরোজপুর জেলা মঠবাড়িয়ার উপজেলার সেনেটিকিকাটা গ্রামের দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) ও একই এলাকার জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।
বুধবার সকালে সদর থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি বলেন, তারা বরিশালের লাহারহাট এলাকা থেকে মটোরসাইকেলযোগে ইয়াবা নিয়ে মঠবাড়িয়া যাওয়ার সময় শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মো. আতিকুর রহমান/এএম/পিআর