ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রকাশিত: ০১:১০ পিএম, ২২ মার্চ ২০১৭

নওগাঁয় তাফসির মাহফিল দেখতে গিয়ে ৫ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর স্থানীয়া ধর্ষক সোহাগ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী নওগাঁ সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার কীর্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার ভিকটিমের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ধর্ষক সোহাগ মাঝিপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

ভিকটিম জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তাফসির মাহফিল দেখার জন্য কীর্তিপুর স্কুল মাঠে যায়। সেখানে খাওয়ার জিনিস কেনার জন্য পাশের দোকানে গেলে রাব্বী নামে এক যুবক ডেকে স্কুলের পেছনে নিয়ে যায়।

সেখানে আগ থেকে অপেক্ষমাণ সোহাগ আমাকে ছুরি দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। যাওয়ার সময় কাউকে কোনো কিছু না বলার জন্য শাসায়। এরপর কাঁদতে কাঁদতে এসে রাস্তার লোকজনকে বিষয়টি জানাই।

মেয়ের বাবা শহিদুল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ। আমার এই ছোট মেয়েটার কীভাবে এমন ক্ষতি করতে পারল। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আমি তাদের শাস্তি চাই।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষক সোহাগকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করায় বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ সম্পৃক্ত থাকলে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এএম/এমএস